শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় এমপিকে প্রধান আসামি করে অভিযোগ  

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় এমপিকে প্রধান আসামি করে অভিযোগ  

মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেটের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্ত্বর এলাকায় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় সাবেক এমপি বিপ্লবসহ ২০৩ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত ৩শ জনসহ ৫০০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার কথা উল্লেখ করে গত রোববার রাতে মন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই হামলার সময় নিহত মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর গ্রামের মিশুক চালক রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম।

এই অভিযোগে প্রধান আসামি করা হয়েছে মুন্সীগঞ্জ-৩ আসনের তৎকালীন এমপি হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে। ২ নম্বর আসামি তালিকায় রয়েছেন পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, তৃতীয় প্রধান আসামি করা হয়েছে মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনকে, অভিযোগটির ৪নং আসামি রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ ও ৫ নম্বরে আসামি করা হয়েছে পৌর কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা মো. সাজ্জাদ হোসেন সাগরকে। 

এছাড়াও এ অভিযোগে আসামি করা হয়েছে সদর উপজেলা আ.লীগের সভাপতি আফসার উদ্দিন ভইয়া, সাধারণ সম্পাদক সামসুল কবির মাস্টার, গজারিয়া  উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ খান জিন্নাহ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ  মৃধাসহ ২০৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।  এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০/৩০০ জনকে।

মন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, একটি  অভিযোগ পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন। তবে তিনি মামলার আসামির তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

টিএইচ