মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘাইকান্দি গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশিয় তৈরি ৩ টি পাইপগান, ১১ রাউন্ড কার্তুজ ও নগদ ১৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, মানিকগঞ্জের আরিচায় গরু বোঝাই ট্রলারে ডাকাতি করতে যায় একদল ডাকাত। সেখানে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত দলটি প্রথমে চাঁদপুরের মোহনপুরে ও পরে মেঘনার শাখা নদী হয়ে বিকেলের দিকে জেলা সদরের বাঘাইকান্দি গ্রামের বাবুল মিয়ার বাড়িতে এসে আশ্রয় নেয়। এরপর গ্রামবাসী সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে পৌঁছে বাবুল বাড়ির বসতঘর থেকে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে প্রকাশ্য দিবালোকে গরু ব্যবসায়ীদের ট্রলারে গত মঙ্গলবার পদ্মার মাঝ নদীতে ডাকাতির ঘটনা ঘটে।
গরু ব্যবসায়ীরা জানান, তারা বিভিন্ন স্থান থেকে গরু কিনে ইঞ্জিনচালিত ট্রলারযোগে মঙ্গলবার মানিকগঞ্জের আরিচা গরু হাটে গরুগুলো বিক্রি করেন। বিক্রি শেষ করে বেলা ২টার দিকে আরিচা ঘাট থেকে ৭০ থেকে ৭৫ জন গরু ব্যবসায়ী একটি ট্রলারে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা দেন। বিকেল ৩টার দিকে তারা দৌলতদিয়া ঘাটের কাছাকাছি এলে স্পিডবোড নিয়ে একদল সশস্ত্র ডাকাতদল তাদের ট্রলারে আক্রমণ চালায়।
এ সময় ডাকাত দলের সদস্যরা ট্রলারে উঠে প্রথমে ট্রলারের ইঞ্জিন বন্ধ করে দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় ট্রলারে থাকা অন্তত ২০ জনকে পিটিয়ে আহত করা হয়। এরপর হত্যার ভয়ভীতি দেখিয়ে ট্রলারে থাকা গরু ব্যবসায়ীদের কাছ থেকে গরু বিক্রির টাকা লুট করে নেয়।
টিএইচ