বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে নিহতদের তিন পরিবারকে জেলা প্রশাসনের সেলাই মেশিন প্রদান 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে নিহতদের তিন পরিবারকে জেলা প্রশাসনের সেলাই মেশিন প্রদান 

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া সেই অসহায় তিন দিনমজুরের পরিবারকে তিনটি সেলাই মেশিন দিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। বুধবার (৪ সেপ্টেম্বর)জেলা পরিষদ কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে এ সহযোগিতা তুলে দেয়া হয়।

এর আগে গত ৪ আগস্ট সৈরাচার সরকার পতনের আন্দোলনে ছাত্রদের সঙ্গে শহরের উত্তর ইসলামপুর দিনমজুর ছেলে মো. সজল, একই এলাকার রিয়াজুল ফরজী ও ওই এলাকার ভাড়াটিয়া সিরাজুল সর্দারের ছেলে অটোরিকশা চালক নুর মোহাম্মদ ওরফে ডিপজল সর্দার গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। 

পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে অসহায় হয়ে পড়েছিল নিহতের স্বজনরা। পরে জেলা প্রশাসকের দায়িত্ব নেয়ার আশ্বাসে স্বস্তি ফিরছে পরিবারগুলোতে। গত সপ্তাহে এ পরিবারগুলোকে নগদ অর্থ দেয়া হয়। বুধবার (৪ সেপ্টেম্বর) জেলা পরিষদ থেকে সেলাই মেশিন দেয়া হয়। 

জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন বলেন, যারা আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। আমরা শহীদ পরিবারগুলোর যেকোন প্রয়োজনে সঙ্গে থাকবো। সবধরনের সরকারি প্রতিষ্ঠানের যেসকল সুযোগ-সুবিধা রয়েছে পরিবারগুলোকে সেগুলোর আওতায় নিয়ে আসবো। পরিবারগুলোর জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, নিহত সজল মোল্লার বাবা আলী আকবর মোল্লা ও ছোট ভাই সাইফুল ইসলাম, নিহত রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম ও নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজলের মা রুমা খাতুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আমলাম মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেন, সদস্য মাঈনউদ্দিন সুমন।

টিএইচ