বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে পৃথকস্থানে স্বামীর হাতে স্ত্রী হত্যা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পৃথকস্থানে স্বামীর হাতে স্ত্রী হত্যা 

মুন্সীগঞ্জ পৃথকস্থানে স্বামীর হাতে স্ত্রী হত্যা ঘটনা ঘটেছে। গত রোববার রাতে জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা আতাউল্লার বাড়িতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।  

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী মিজানকে (২৮)  আটক করেছে পুলিশ। এছাড়া গভীর রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় ছুড়িকাঘাত স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী নাদিম হোসেনের মা ও বোনকে আটক করেছে পুলিশ। 

নিহতের  রোমানা আক্তার মুন্সীগঞ্জ সদরের বাঘাইকান্দি এলাকার রুহুল আমিনের মেয়ে এবং একই এলাকার নাদিম হোসেনের স্ত্রী। রক্তাক্ত অবস্থায় রোমানাকে উদ্ধার করে স্বজনরা দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে

এছাড়াও নিহত সাদিয়া আক্তার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা সতুরচর গ্রামের রানা মিয়ার মেয়ে এবং পাশ্ববর্তী লতব্দী ইউনিয়নের নতুনচর গ্রামের ইমান আলীর ছেলে মিজানের (২৮) স্ত্রী। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, পারিবারিক তুচ্ছ ঘটনায় স্বামী নাদিম হোসেন তার স্ত্রী রোমানা আক্তারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নাদিম হোসেনের মা-আসমা বেগম ও বোন আঁখি বেগমকে আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহূত ছুরি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে সিরাজদিখান টঙ্গিবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, গত রাতে খবর পাওয়া মাত্র ওসি সিরাজদিখানের নেতৃত্বে সিরাজদিখান থানা টিম আসামিকে গ্রেপ্তার করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজনই খুনের সাথে জড়িত বলে ধারনা করা হচ্ছে। আশা করি, দ্রুতই তদন্ত শেষ হবে ও পুরো রহস্য উন্মোচন হবে।

টিএইচ