বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে বিভিন্ন ধর্মালম্বীদের মতবিনিময়

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বিভিন্ন ধর্মালম্বীদের মতবিনিময়

সম্পৃতি ও শান্তি-শৃঙ্খলা অব্যাহত রাখার লক্ষে মুন্সীগঞ্জে মুসলিম ও হিন্দু ধর্মালম্বীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে কোনরকম উসকানিতে কান না দিয়ে সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত ও ধর্মীয় ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নের আহ্বান জানিয়ে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির  জাতীয় নির্বাহী স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মীর সরাফত আলী সপু। 

মুসলিম হিন্দু সম্মিলিত ঐক্য পরিষদের আয়োজনে ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আবু আম্মার আবদুল্লাহ্রে সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জসিম উদ্দিন খোকন, বাংলাদেশ হিন্দু বৈদ্দ খ্রিস্টান ঐক্যপরিষদ সিরাজদিখান উপজেলা সভাপতি বিমল চন্দ্র দাস, সিরাজদিখান উপজেলা জাসাসের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম শামিম, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাপস কুমার দাসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন ।

টিএইচ