বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

আগামী ১৭ জুন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শুক্রবার (২জুন) উপজেলার বালুয়াকান্দি মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট কনফারেন্স কক্ষে এ সভা হয়। 

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্ব ও সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আহম্মেদ ফরাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ রেফায়েত উল্লাহ খান তোতা, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ শাহআলম প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ১৭ জুন ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

টিএইচ