সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে ৫ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ৫ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা 

গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ সদরের সুপারমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শহরের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা নিহত রিয়াজুল ফরাজীকে গুলি করে হত্যার দায়ে ঘটনার ১৬ দিন পর মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে ও এজাহারে ঘটনার সঙ্গে জড়িত ২০৮ জনের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা করা হয়েছে। 

এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও  ৩শ আ.লীগ নেতাকর্মীকে। মঙ্গলবার (২০ আগস্ট) বিষয়টি জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খাঁন। 

তিনি জানান, নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে সাবেক এমপি ফয়সাল বিপ্লবসহ ২০৮ জনকে এজাহার নামিয় আসামি ও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  এর প্রেক্ষিতে পর্যালোচনা করে গত সোমবার দিবাগত রাতে মামলাটি গ্রহণ করা হয়। 

টিএইচ