সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ অঞ্চলের অ্যাস্টো-অলিম্পিয়াড বাছাইপর্ব ১৩ জুলাই 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ অঞ্চলের অ্যাস্টো-অলিম্পিয়াড বাছাইপর্ব ১৩ জুলাই 

মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করার লক্ষ্যে আগামী ১৩ জুলাই সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ-এ ১৯তম এপেক্স অ্যাস্টো-অলিম্পিয়াড প্রতিযোগিতার বাছাই পর্ব নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার স্কুল ও কলেজ পর্যায়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বাছাই পর্বের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে জাতীয় পর্যায়ে এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। 

শনিবার (৬ জুলাই)  সরকারি হরগঙ্গা কলেজ, সংবাদ সম্মেলনে সফিক ইসলাম এতথ্য জানিয়েছেন। এসময় তিনি জানান, বাছাই পর্বের এই প্রতিযোগিতায় স্কুল ও কলেজের ১৪ বছর থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। এ পর্যন্ত মোট দুইশ শিক্ষার্থী প্রতিযোগিতার জন্য তাদের নাম অন্তর্ভুক্ত করেছে। শিক্ষার্থীদের সকাল ৭.৩০ টায় রিপোর্টিং করতে হবে।

আঞ্চলিক পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৪০ জনকে বাছাই করা হবে। এরমধ্যে ২০ জন সিনিয়র এবং ২০জন জুনিয়র গ্রুপে থাকবে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বের অ্যাস্টো-অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। 

জাতীয় পর্বে সিনিয়র গ্রুপ থেকে ১৫ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ১৫ জন মোট ৩০ জনকে নিয়ে ০৪ দিনের আবাসিক ক্যাম্প করা হবে। আবাসিক ক্যাম্প থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৫জন প্রতিযোগি আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্টো-অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এছাড়াও  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নাজির আহম্মদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ছানাউল্যাহ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আশুতোষ সরকার প্রমুখ।

টিএইচ