সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনী ভাবনা     

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনী ভাবনা     

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের ৩ টি আসনের মধ্যে একটি মুন্সীগঞ্জ-১ গুরুত্বপূর্ণ। শ্রীনগরের ১৪টি ইউনিয়ন ও সিরাজদিখানের ১৪ টি ইউনিয়ন নিয়ে মুন্সীগঞ্জ-১ গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৯১৫ জন। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা মুন্সীগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় ব্যপক গণসংযোগসহ বিভিন্ন প্রচারণা শুরু করেছেন। এ আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৯ প্রার্থী। 

গত ১৭ ডিসেম্বর এ আসনের জাকের পার্টির প্রার্থী শেখ আতাউর রহমান মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং বিএনএমর প্রার্থী ফরিদ হোসেনের মনোনয়নটি বাতিল হয়ে যায়। এর আগে আসনটিতে ১ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১০টি দলের মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। 

মুন্সীগঞ্জ-১  আসনে বেশ কয়েকটি দলের হেভিওয়েট প্রার্থী থাকায় এ আসনটি ঘিরে চলছে নানা ধরনের জল্পনা-কল্পনা। এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আ.লীগের মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, তৃণমূল বিএনপির চেয়ারপারসন অন্তরা সেলিনা হুদা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতা উল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির দোয়েল আক্তার, বাংলাদেশ সুপ্রিম পার্টির বাউল শিল্পী লতিফ সরকার, বাংলাদেশ কংগ্রেসের নুরজাহান বেগম রিতা।

তবে এ আসনটিতে মাহী বি. চৌধুরী-মহিউদ্দিন আহমেদ ও গোলাম সারোয়ার কবিরের মধ্যে ত্রি-মুুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভোটাররা। গত নির্বাচনে আ.লীগের সঙ্গে জোট করে এ আসনে বিকল্পধারার মাহী বি. চৌধুরী এমপি নির্বাচিত হয়েছিলেন। 

এবার তিনি বিকল্পধারার কুলা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। মাহী বি.চৌধুরী দাবি করেন, মুন্সীগঞ্জ-১ আসনের মানুষ শান্তি প্রিয়। তারা শান্তির রাজনীতিতে বিশ্বাস করে বিকল্পধারার কুলা প্রতিকে ভোট দিবেন। আ.লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ এবার আ.লীগ থেকে মনোনয়ন পাওয়ায় সিরাজদিখান থেকে এক চেটিয়া নৌকা প্রতীকে ভোট পরবে এনটাই আশা ব্যক্ত করেছেন তার কর্মী সমর্থকরা। 

মহিউদ্দিন আহমেদ একাধিক গণ সংযোগে প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তাকে নৌকা দিয়েছেন। শ্রীনগর-সিরাজদিখানের আ.লীগ নেতা-কর্মীরা নেত্রীর ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। 

শ্রীনগর-সিরাজদিখানের প্রত্যন্ত অঞ্চলসহ প্রায় সব জায়গায় সময় নিয়ে প্রচারণা করেছেন। কবীর সমর্থকদের দাবি, গোলাম সারোয়ার কবীর হঠাৎ মাঠে আসেনি। অনেকদিন ধরে মাঠে থাকায় তিনি অনেকটাই গুছিয়ে নিয়েছেন। ভোটাররা এবার আর কোন ভুল করবে না। তবে স্বতন্ত্র প্রার্থী থাকায় মুন্সীগঞ্জ-১ আসনের সর্বত্রই ভোটের  রাজনীতি জমে উঠেছে।

টিএইচ