কুমিল্লার মুরাদনগর প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফসহ ১০জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মুরাদনগর প্রেস ক্লাব, মুরাদনগর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা ও মুরাদনগরের সকল শ্রেণিপেশার মানুষ, সুশীল নাগরিক সমাজের ব্যানারে শুক্রবার (২৬ মে) মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
গত ২২ মে ১০ সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাবিবুর রহমান নামের একব্যক্তি মামলা করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত অফিসে থাকা দুইজনকে মারধর ও অফিস ভাংচুর করা হয়। পরে আহতদের নিয়ে আজিজুর রহমান রনি নামের একব্যক্তি মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকেও মারধর করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মুরাদনগরের মুক্ত সাংবাদিকতার গলাচিপে ধরতে একটি কুচক্রী মহল মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে এ মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে, না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
এ সময় বক্তব্য রাখেন মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।
টিএইচ