লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র সভাপতি, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, মুসলিম লীগের যে অবস্থা হয়েছে, আ.লীগেরও সেই অবস্থা হবে।
আ.লীগ বিনা ভোটে এবং রাতের ভোটে বারবার ক্ষমতায় এসে লুটপাট, অনিয়ম, দুর্নীতির রাম-রাজত্ব কায়েম করেছিল। প্রত্যেক এমপি, মন্ত্রী, নেতা, পাতিনেতা অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছে। ফলে জুলাই-আগস্ট বিপ্লবের পর তাদের সবাইকে পালাতে হয়েছে। তাদের অপকর্মের প্রতিফল হিসেবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তারা আর কখনও বাংলাদেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না।
তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়ায় অবস্থিত কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ, অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ মোহাম্মদ জাকারিয়া সিকদারের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রধান মুহাম্মদ শহিদুল্লাহর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন কলেজের দাতা সদস্য, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন ডক্টর জাহেদ হোসেন সিকদার, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিক, শিক্ষাবিদ ও সামাজিক নেতারা, অভিভাবকমণ্ডলী এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
টিএইচ