সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মেলান্দহে ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি 

মেলান্দহে ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু 

জামালপুরের মেলান্দহে বালু বুঝাই ট্রাক চাপায় জাহাঙ্গীর আলম হালিম নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মার্চ) উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার হাজরাবাড়ী বাজারে পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম হালিম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিন মণ্ডলের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক জামালপুরের দিকে যাচ্ছিলো। জাহাঙ্গীর আলম হালিম বাড়ি থেকে হাজরাবাড়ী বাজারের দিকে আসছিলো। 

পথিমধ্যে হাজরাবাড়ী বাজারের পশ্চিম পাশে ফরহাদের স’মিলের সামনে ট্রাকটি অতিক্রম করতে গিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের সামনে পড়ে গেলে ট্রাকটি হামিলকে চাপা দেয়। ঘটনাস্থলেই হালিমের মৃত্যু হয়। 

মেলান্দহ থানার ওসি মো. রাজু আহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। পরিবারের অভিযোগ থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টিএইচ