সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মেলান্দহে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি 

মেলান্দহে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

জামালপুরে মেলান্দহে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০২ আগস্ট) মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তার হোসেন, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান ইউনুস আলী, মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন, মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র হাজী দিদার পাশা প্রমুখ। বক্তারা মেলান্দহের শিক্ষা-স্বাস্থ্য, বাল্যবিয়ে আইন শৃঙ্খলা, অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।

টিএইচ