সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসক মো. আজিজুল ইসলামের আন্তরিকতায় খাদ্য সহায়তা পেলেন ৫ শতাধিক মানুষ। গত কয়েকদিন যাবৎ জেলা প্রশাসক নিজে ও তার প্রতিনিধির মাধ্যমে গুচ্ছগ্রামের বাসিন্দা, তাঁতপল্লী, এতিমখানাসহ অসহায় দরিদ্রদের মধ্যে খাবার পৌঁছে দেন। 

গাংনী উপজেলার রাজাপুর গ্রামের বৃদ্ধ তাঁতশ্রমিক রহিমা খাতুন বলেন, ডিসি স্যার আমাদের মত গরীব মানুষের কথা মনে করে চাল পাঠিয়েছেন। এই প্রথম কোন ডিসি স্যার আমাদের খোঁজ নিয়েছে এবং চাল দিয়েছে।

গুচ্ছ গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার বলেন, প্রধানমন্ত্রী জেলা প্রশাসকের মাধ্যমে যে ঈদ উপহার তাতে তারা সকলেই খুশি হয়েছেন। এসময় তিনি প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

গাংনী উপজেলার কাথুলী ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. মিজানুর রহমান রানা বলেন, জেলা প্রশাসক যোগদানের পর থেকে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তা উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। মেহেরপুরের উন্নয়নে দিনরাত্রী ছুটে চলেছেন তিনি। জেলা প্রশাসকের সাথে যে কেউ যেকোন সময় দেখা সাক্ষাত করে তাদের সমস্যার কথা বলতে পারেন।

 জেলা প্রশাসক মো. আজিজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী দেশের জন্য দিনরাত্রী পরিশ্রম করছেন। আর প্রধানমন্ত্রীর উন্নয়নসহ সকল সুযোগ সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছেন তিনি। এসময় তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন।

টিএইচ