বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Post

মেয়র হিসেবে ফয়জুল করিমকে নাম ঘোষণার দাবিতে বিক্ষোভ

বরিশাল ব্যুরো   

মেয়র হিসেবে ফয়জুল করিমকে নাম ঘোষণার দাবিতে বিক্ষোভ

ঢাকা ও চট্টগ্রামের দৃষ্টান্ত সামনে এনে এবার বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডে ‘সর্বস্তরের নাগরিকদের ব্যানারে’ এই কর্মসূচির আয়োজন করা হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে চরমোনাইপন্থী নেতাকর্মীরা যোগ দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রকৃত বিজয়ী হয়েছিলেন। কিন্তু ভোটগ্রহণের দিন আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেন এবং তৎকালীন প্রশাসনের সহায়তায় ভোটে হস্তক্ষেপ করে জোরপূর্বক নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে বিজয়ী ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, প্রকৃত ফলাফলে মুফতি ফয়জুল করিম এগিয়ে থাকলেও তাঁকে দ্বিতীয় অবস্থানে দেখিয়ে পরাজিত ঘোষণা করা হয়। এই বিষয়ে গত বৃহস্পতিবার বরিশালের সিনিয়র জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফয়জুল করিম।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টিএইচ