সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মেয়েকে বাঁচাতে দিনমজুর বাবার আকুতি

কুড়িগ্রাম প্রতিনিধি  

মেয়েকে বাঁচাতে দিনমজুর বাবার আকুতি

তেরো বছরের শিশু সিনতা। হার্টের ছিদ্র ও হার্টের ভাল্বজনিত রোগে সাদিয়া আক্তার সিনতা জন্ম থেকেই আক্রান্ত। তার ছোট্ট শরীরে শ্বাসকষ্ট, হার্টে অস্বাভাবিক শব্দ ও ক্লান্তি এবং দুর্বলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছে। সে এখন বিছানায় শুয়ে থাকেন। সিনতা সুস্থ হয়ে বাঁচতে চায়।

প্রায় আড়াই মাস ধরে চিকিৎসাধীন শিশুটি। প্রথমে কুড়িগ্রামে চিকিৎসা নেয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানে ভর্তি থাকায় অবস্থায় দায়িত্বরত চিকিৎসক কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, হূদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আবু জাহিদ বসুনিয়া শিশু সিনতার অপারেশনের জন্য রাজধানীর জাতীয় হূদরোগ ইন্সটিটিউটে রেফার্ড করেন। 

এতে চিকিৎসা ব্যয়ের জন্য প্রয়োজন হবে অন্তত সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছেন ওই চিকিৎসক। এখন পর্যন্ত শিশুটির চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে আনুমানিক ৯০ হাজার টাকা। শিশুটির চিকিৎসার জন্য আরো প্রয়োজন সাড়ে চার লাখ টাকা। কিন্তু দিনমজুর বাবা মমিনুল ইসলামের একার পক্ষে এতো অর্থের জোগান দেয়া সম্ভব নয়। তাই তার অসুস্থ শিশু সিনতা এখনও বাড়িতে বিছানায় পরে রয়েছে।

সিনতার বাবা মমিনুল ইসলাম। পেশায় একজন দিনমজুর। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর কালোয়া খলিলগঞ্জ এলাকার বাসিন্দা। তার দ্বিতীয় সন্তান কন্যা শিশু সিনতা। তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টায় নিজেদের সবটুকু উজার করে দিয়েছেন মা-বাবা।সন্তানের চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য প্রার্থনা করেছেন দিনমজুর পিতা।

মমিনুল ইসলাম জানান, সাদিয়া আক্তার সিনতা জন্মগতভাবে হার্টের ছিদ্র ও হার্টের ভাল্ব জনিত রোগে আক্রান্ত। বিষয়টি তাদের জানা ছিল না। সন্তানের শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসকের কাছে গেলে রোগ নির্ণয়ের মাধ্যমে বিষয়টি তারা নিশ্চিত হোন। 

এতে আড়াই মাস ধরে শিশুটির চিকিৎসা চলছে। সর্বশেষ রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৮ নভেম্বও কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, হূদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আবু জাহিদ বসুনিয়া শিশু সিনতার অপারেশনের জন্য রাজধানীর জাতীয় হূদরোগ ইন্সটিটিউটে নিতে বলেন। অসুস্থতা নিয়ে আমার মেয়েটা বাড়িতে বিছানায় কাতরাচ্ছে।

সিনতার অপারেশনের জন্য সাড়ে চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই অবস্থায় পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব। তাই সন্তানকে বাঁচাতে সিনতার বাবা-মা সবার কাছে আর্থিক সাহায্য ও দোয়া প্রার্থনা করছেন। 

সাহায্য পাঠানোর মাধ্যম- মো. মমিনুল ইসলাম, অ্যাকাউন্ট নম্বর-০১০০২৬৩১০৭৪৩২, জনতা ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম, ত্রিমোহনী শাখা।
বিকাশ ও নগদ-০১৩১১৬৭৭৪৯৫ (সিনতার মা-কনা)।

টিএইচ