সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

মোংলা-রামপালে বন্যা দুর্গতদের বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা প্রদান

বাগেরহাট প্রতিনিধি

মোংলা-রামপালে বন্যা দুর্গতদের বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা প্রদান

বাগেরহাটের মোংলা ও রামপালে এলাকায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ও অসহায় দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেছে বসুন্ধরা গ্রুপ। আগামী মাসে পর পর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ তার পরিবারের ৩ থেকে ৪ জন সদস্যদের জন্মদিন। 

তাই সেই জন্মদিনের আনন্দ উৎসব পালন না করে ঘূর্ণিঝড়ে সবকিছু হারিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মোংলা-রামপালে এসব  অসহায়দের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। দিয়েছেন খাদ্য সামগ্রীর ত্রাণ সহায়তা। বৃহস্পতিবার (৩০ মে) মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে তেল, চাল, চিনি, লবণ, চিড়া, নুডুলস, টোস্ট ও ডালসহ বেশ কয়েক প্রকারের খাদ্য সামগ্রী।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে এমপি সাবেক পরিবেশ বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, চাদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের জিএম ফয়জুর রহমান, ডিজিএম মাসুদুর রহমানসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, মোংলা উপজেলা কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

টিএইচ