অনলাইনের মাধ্যমে মোবাইলফোনে জুয়া খেলার কারণে অভিভাবকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে! ছেলেদের হাতে হাতে এখন শোভা পাচ্ছে এন্ড্রয়েট মোবাইলফোন। স্কুল-কলেজ কিংবা প্রাইভেট পড়তে যাওয়ার সময় পিঠে থাকে বইয়ের বোঝা আর হাতে থাকে মুঠোফোন।
উন্মুক্ত আকাশ সংস্কৃতি দিন দিন যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ইদানীং মোবাইলে জুয়া খেলার বিষয়টি সচেতন অভিভাকদের মধ্যে সমালোচনায় এসেছে।
নামপ্রকাশ না করার শর্তে নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড মার্কেটের এক ব্যবসায়ী জানান, ‘আমার সন্তান অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে মোবাইল ফোনে জুয়া খেলে ফতুর হয়ে গেছে। সে বিভিন্ন সমবায় সমিতি ও এনজিও থেকে ঋণ নিয়েছে-যা আমার অজানা ছিলো। ছেলের চিন্তা করতে করতে পাগলপ্রায় অবস্থা আমার!
অনুন্ধানে আরও অনেক অভিভাবকের নিকট থেকে একই অভিযোগ পাওয়া গেছে। অভিজ্ঞমহল মনে করেন, ‘যুব সমাজ আমাদের গর্ব। আগামী দিনে এরাই দেশের হাল ধরবে। এদের দৌড়াত্ব নিয়ন্ত্রণ করতে না পারলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।’
টিএইচ