শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

মোরেলগঞ্জে শিক্ষকদের মানববন্ধন 

বাগেরহাট প্রতিনিধি

মোরেলগঞ্জে শিক্ষকদের মানববন্ধন 

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের পক্ষে মোরেলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক নেতারা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) ইউএনওর কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি পেশ করেন। শিক্ষক নেতাদের পক্ষে ইউএনও এস এম তারেক সুলতানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সচিবালয় বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়।

এসময় বিভিন্ন এলাকা থেকে আগত সহকারী শিক্ষক ও নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি  মো. মশিউল ইসলাম, সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম,  মো. বদিউজ্জামাল বাদল প্রমুখ। 

টিএইচ