শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি 

মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক  সাধারণ  সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুরাতন থানা রোড প্রেস ক্লাব অস্থায়ী  কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি দৈনিক আমার সংবাদ ও দৈনিক  প্রবাহ প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পণ ও লোক সমাজ প্রতিনিধি  মো. শামীম আহসান মল্লিক। 

সভায় বিগত এক বছরের যাবতীয় কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি সৃষ্টি টিভি, দৈনিক ভোরের কাগজ-ও দৈনিক প্রবর্তন প্রতিনিধি এইচ এম জসিম উদ্দিন প্রমুখ। 

সভায় সমপ্রতি শুন্য হওয়া প্রচার সম্পাদক পদে দৈনিক প্রভাত ও দৈনিক রাজপথের দাবি প্রতিনিধি মো. রমিজ উদ্দিন এবং  দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি শিব সজল যীশু ঢালীকে দপ্তর  সম্পাদক পদে  সর্ব সম্মতিক্রমে  পদায়ন করা হয়। 

টিএইচ