বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মোল্লাহাটে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি 

মোল্লাহাটে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৭ হাজার ২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১৮নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে এ সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয় এবং বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিতরণ সম্পন্ন হয়।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, চলতি অর্থবছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, খেসারি, বোরো হাইব্রিড ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়। অত্র উপজেলায় সূর্যমুখী-৩৫০ জন, সরিষা-১১০০ জন, গম- ১০০ জন, খেসারি-৭০ জন, শীতকালীন সবজি-১০০ জন হাইব্রিড শীতকালীন সবজি ৩০০ জন ও বোরো হাইব্রিড ৫০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হয়েছে। 

ইউএনও হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সার্বিক তত্ত্বাবধানে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, মোল্লাহাট থানার ওসি মো. শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান প্রমুখ। 

টিএইচ