বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মোস্তাফিজুর হত্যার বিচার দাবিতে পত্নীতলায় ছাত্র-জনতার সড়ক অবরোধ 

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

মোস্তাফিজুর হত্যার বিচার দাবিতে পত্নীতলায় ছাত্র-জনতার সড়ক অবরোধ 

বহুল আলোচিত ও চাঞ্চল্যকর নওগাঁর পত্নীতলায় স্কুলছাত্র মোস্তাফিজুর রহমান হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ নভেম্বর) উপজেলার মধইল চৌরাস্তা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে ছাত্র-শিক্ষক ও জনতা।

এসময় প্রায় দেড় ঘণ্টাকাল সব যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। পত্নীতলা  থানা ওসি শাহ্ মো. এনায়েতুর রহমান বলেন, মোস্তাফিজুর হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে। 

শাস্তিও দাবি জানিয়ে মানববন্ধন বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত মোস্তাফিজুরের মা মুসলিমা আক্তার ও একমাত্র বড় বোন জান্নাতুন জান্নাত। 

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকার সচেতন নাগরিকরা মোস্তাফিজুর হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের দাবি ও প্রকৃত অপরাধী সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন।

টিএইচ