শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মোহনগঞ্জে সরস্বতী প্রতিমা ভাঙচুরের অভিযোগ, আটক ৬

নেত্রকোনা প্রতিনিধি

মোহনগঞ্জে সরস্বতী প্রতিমা ভাঙচুরের অভিযোগ, আটক ৬

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি মন্দিরের সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা  ঘটছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উপজেলার সুয়াইর ইউনিয়নের নারাইচ গ্রামের যুব সংঘের মন্দিরে এ ঘটনা ঘটে। পরে ছয় কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আটকরা হলেন, পার্শ্ববর্তী হাটনাইয়া গ্রামের সজলু মিয়ার ছেলে অনন মিয়া (১৬), মো. কুসুম উদ্দিনের ছেলে মো. নিশাদ (১৪), মো. সাজমুল ইসলামের ছেলে মারুফ মিয়া (১৭), মিজানুর রহমানের ছেলে সাবিকুল মিয়া (১৬), মৃত শাহাবুদ্দিনের ছেলে এস এম মুন্না খান (১৬) ও মৃত রবি মিয়ার ছেলে মো. অপু মিয়া (১৫)।  

আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. মোনাহার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আরতি চলার সময় ছেলে-মেয়েরা আনন্দ করছিল। এ সময় অভিযুক্তরা গিয়ে ভিডিও ধারণ করে। মেয়েদের ভিডিও ধারণ করতে পূজা সংশ্লিষ্টরা নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কিশোররা মারধর শুরু করে।

তখন শাওন সরকার নামে একজনকে ঘুষি মারে। তাদের প্রতিহত করতে গেলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সংঘর্ষ পূজামণ্ডপের সামনের সড়কে ছড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে অভিযুক্ত কিশোররা দৌড়ে গিয়ে মণ্ডপের প্রতিমা ভাঙচুর করে। এ সময় এলাকার লোকজন ওই ৬ কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।  

আহত শাওন সরকার বলেন, এ ঘটনার পর থেকে পূজার আনন্দ মাটি হয়ে গেছে। তখন থেকে মণ্ডপের গান-বাজনা বন্ধ হয়ে গেছে। এলাকার হিন্দুধর্মালম্বীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা এ  ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি  বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনের দিনে যেকোনো পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।

টিএইচ