সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মোহাম্মদ দাউদ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত 

কিশোরগঞ্জ প্রতিনিধি 

মোহাম্মদ দাউদ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত 

অভিন্ন মানদণ্ডের আলোকে মার্ডার মামলার মূল আসামিদের গ্রেপ্তার, ফৌ. কা. বি. ১৬৪ ধারার জবানবন্দিসহ বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। 

জুলাই মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়। গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদের নাম ঘোষণা করেন। 

এসময় তিনি শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে ওসি মোহাম্মদ দাউদের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব থানার ওসিরা উপস্থিত ছিলেন। 

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, আমাকে  বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার সুযোগ্য, সৎ, দক্ষ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ স্যারকে। 

 সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস স্যারসহ জেলার ঊর্ধ্বতন  পুলিশ অফিসার ও যারা আমার এই সাফল্যে সহযোগিতা করেছে। 

টিএইচ