বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজারে গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সদর এসিল্যান্ড সানজিদা আক্তারের সঞ্চালনায় ও উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো. ইসরাইল হোসেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। 

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মো. আব্দুল কাইয়ূম, মহাপরিচালক (গ্রেড-১) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট। 

উদ্বোধন অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য দেন, নাসিরন চৌধুরী ইউএনও সদর উপজেলা। বিশেষ অতিথি ছিলেন, এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মো. আব্দুস সালাম চৌধুরী, উপ-পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব), মো. শাহ নেওয়াজ হোসেন, উপ-পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা। 

উদ্বোধনে অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ