চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সোমবার (২৪ জুলাই) মৌলভীবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে শহরের ফেওরসভার সম্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে প্রেস ক্লাব সম্মুখে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পেশাজীবী সংগ্রাম পরিষদের সভাপতি পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবূর রহমানের সভাপতিত্বে। উপ সহকারী প্রকৌশল (যান্ত্রিক) মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক উপ সহকারী প্রকৌশল মো. আব্দুল মুমিন, সদস্য সচিব, রেদওয়ান উল্লাহ প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর সংশোধিত গেজেট প্রকাশের দাবি জানান।
এ সময় জেলার বিভিন্ন বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সে অধ্যায়নরত ছাত্র ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
টিএইচ