বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গনে বুধবার (৭ ফেব্রুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সহকারী শিক্ষক মাধুরী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন, পৌরমেয়র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সামাদ মিয়া, শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন বাচ্চু। 

অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন, বিদ্যালরে প্রধান শিক্ষক রাশেদা বেগম। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ