বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) মনু নদীর পাড়ে ওয়াকওয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পৌরমেয়র মো. ফজলুর রহমান। 

এ সময় মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও শান্তিভাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক ড. ফজলুল আলী, শান্তিবাগ জামে মসজিদের সভাপতি অ্যাড. মোস্তাক আহমদ মম, কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু, ব্যাংক এসোসিয়েশনের সভাপতি আব্দুল হামিদ, এন আর বি ব্যাংক ম্যানেজার ও ব্যাংক এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান পিন্টু, প্রিমিয়ার ব্যাংক ম্যানেজার বিমলেন্দু চৌধুরী, ফাস্ট সিকিউরিটিজ ব্যাংক ম্যানেজার ফখরুল ইসলাম, জনতা ব্যাংক ম্যানেজার আক্তার হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ম্যানেজার সামসুল হুদা, ব্যাংক এসোসিয়েসনের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান সুহাগসহ ডি বি বিএল, শাহজালাল ইসলামি, এন আর বি সি সহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

টিএইচ