বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের কোনো নতুন কর আরোপ ছাড়াই ১৫০ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) পৌরসভা হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান। 

পৌরসভার রাজস্ব আয় ১৬ কোটি ৪ লাখ ৭৮ হাজার ৪৪২ টাকা । রাজস্ব ব্যয় ১৫ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৩৫১ টাকা । উন্নয়ন খাতে আয় ১৩৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা। 

উন্নয়ন খাতে ব্যয় ১৩৩ কোটি ৪৯ লাখ ৭১ হাজার টাকা। মূলধনী খাতে আয় ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৪৮২ টাকা মূলধনী খাতে ব্যয় ১ কোটি ১৩ লাখ ৬ হাজার ৮৩৩ টাকা। পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পৌর কাউন্সিলর আনিছুজ্জাম্মান বায়েছ, প্রেস ক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাস শেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ প্রমুখ। 

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অধিবেশনের আগে কোটা আন্দোলনে শহিদ ছাত্রদের স্মৃতির প্রতি এক মিনিট নিরাবতা পালন করা হয়।

টিএইচ