বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজার মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বানীকে সামনে রেখে মৌলভীবাজার পৌরসভার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১২ জন মেধাবী প্রত্যেক শিক্ষার্থীকে ২ হাজার টাকা একটি  বঙ্গবন্ধুর জীবনী একটি বই ও সনদ  বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৪ জুন) জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার মলি আক্তারের  সঞ্চালনায় ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মহসিন, পৌরমেয়র মো. ফজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান।

বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ