ময়মনসিংহের গফরগাঁওয়ে দীর্ঘদিন পালিয়ে থাকার পর অস্ত্র ও নাশকতার মামলার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতে পুলিশের একটি দল পৌর শহরের তেজপাতা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বুধবার (২৩ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের নাজমুল হকের ছেলে জহিরুল ইসলাম ওরফে মিন্টু (৪০) ও ওয়ার্ড বিএনপি কর্মীরসুলপুর ইউনিয়নের ছয়ানী রসুলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ(৩৮)।
জানা যায়, গত বছর ডিসেম্বর মাসে রসুলপুর ইউনিয়নের হিলারীর মোড় এলাকায় নাশকতায় জড়িত ছিলো জহিরুল ইসলাম ও আব্দুল্লাহ। দীর্ঘদিন পালিয়ে থাকার পর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, নাশকতায় জরিত দুইজন বিএনপি নেতাকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়ছে।
অপর দিকে পাগলা থানার পুলিশের অভিযানে গত মঙ্গলবার রাতে তিনজন বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন পাঁচভাগ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দক্ষিণ লামকাইন গ্রামের মৃত মোতালেব ফকিরের ছেলে কাদির (৪৫), দত্তেরবাজার ইউনিয়ন যুবদলের সদস্য কন্যামণ্ডল গ্রামের মৃত আসাদ সরকারের ছেলে চন্দন(৪২), দত্তেরবাজার ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি বাড়ইগাঁও গ্রামের মৃত শহর আলীর ছেলে মমতাজ (৫০)। পাগলা থানার ওসি রাজু আহম্মেদ বলেন, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
টিএইচ