সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ময়মনসিংহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

সচেতন নাগরিক সমাজের সহযোগিতায় তথ্য অধিকার সাধারণ মানুষের জন্য অধিকতর সহজ করতে রোববার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দীন, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, সিভিল সার্জন মো. নজরুল ইসলাম,  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়ক মো. হাবিবুর রহমানসহ জেলার সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা ও সাংবাদিকরা। 

ময়মনসিংহ জেলার সহকারী কমিশনার সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর সঞ্চালনায় শুরতেই তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক তথ্যবহুল প্রেজেন্টেশন প্রদান করেন সহকারী কমিশনার জয়া দত্ত। প্রেজেন্টেশনে সাধারণ জনগণ কিভাবে কোন প্রক্রিয়ায় তথ্য পেতে পারে, কি কি তথ্য পেতে পারে বা পারে না তা সবিস্তারে ব্যাখ্যা করা হয়।
 
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্য সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে দুর্নীতি হ্রাস পায় এবং সুশাসন বৃদ্ধি পায়। এক্ষেত্রে তথ্য দাতা এবং তথ্য গ্রহীতা উভয়ের কিছু করণীয় রয়েছে। তথ্য দাতার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। গোপনীয়তা দুর্নীতির প্রবণতা বাড়ায় তাই গোপনীয়তা পরিহার করতে হবে। 

টিএইচ