এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে।
কর্মশালার অংশ হিসেবে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন কোর্ট মাঠে আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ময়মনসিংহ সদরের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও দাপুনিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মেহেদী হাসান প্রমুখ।
দিনব্যাপী বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সমাপ্তি শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।
টিএইচ