শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ময়মনসিংহে কর্মরত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মেধাবী সন্তানদের সংবর্ধনা 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কর্মরত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মেধাবী সন্তানদের সংবর্ধনা 

ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক আয়োজিত ময়মনসিংহ জেলায় কর্মরত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মেধাবী সন্তানদের শনিবার (৯ সেপ্টেম্বর) সংবর্ধনা অনুষ্ঠান জেলা পুলিশ লাইন্স কল্যাণ শেডে অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে পুনাক সভাপতি ডা. রেবেকা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, ডিআইজি, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত, ময়মনসিংহ রেঞ্জ এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মধুছন্দা ভট্টাচার্য্য, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ। বিশেষ অতিথি ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ।

এ ছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে   কর্মকর্তারা মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তিনি সবাইকে অভিনন্দন জানান। তিনি সন্তানদের ওপর কোনো কিছু চাপিয়ে না দিয়ে তাদের স্বকীয়তা ও স্বতঃস্ফূর্ততার ওপর অভিভাবকদের গুরুত্ব দেয়ার আহ্বান জানান। 

এরপর পুনাক ময়মনসিংহের পক্ষ থেকে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের মাঝে মূল্যবান বই, প্রাইজবন্ড ও সনদপত্র তুলে দেন।

টিএইচ