বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন প্রথমদিনেই সফলতা দেখিয়েছেন। যোগদানের প্রথমদিনেই ৩ টি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ জানায়, গত মঙ্গলবার ডিবির ওসি হিসেবে পুলিশ পরিদর্শক ফারুক হোসেন যোগদান করেন। এর আগে তিনি কোতোয়ালী মডেল থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। 

ডিবির ওসি ফারুক হোসেনের তত্ত্বাবধানে এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে মুক্তাগাছার গাবতলী বাজারের হূদয় মোড় থেকে চুরি মামলার আসামি মো. আব্দুল মোতালেব ও মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে  ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় মুক্তাগাছা থানায় ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করে। ডিবির ওসি ফারুক হোসেন বলেন, মাদক, চুরি ছিনতাই রোধে ডিবি পুলিশ কঠোর অবস্থানে থেকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

টিএইচ