সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ময়মনসিংহে ফের ভালুকা মডেল থানার ওসি শ্রেষ্ঠ  

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহে ফের ভালুকা মডেল থানার ওসি শ্রেষ্ঠ  

ময়মনসিংহ জেলায় ফের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভালুকা মডেল থানার ওসি মো. শাহ্ কামাল আকন্দ। গত মঙ্গলবার ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া ওসি শাহ্ কামাল আকন্দের হাতে ওই সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

গুরুত্বপূর্ণ মামলার মূল রহস্য উদঘাটন, চোরাই মালামাল, মাদক উদ্ধার, থানা এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ সেবামূলক কার্যক্রম বিষয়ে অবদান রাখায় ওসি মো. শাহ্ কামাল আকন্দকে এ সম্মাননা প্রদান করা হয়।

ভালুকা মডেল থানায় যোগদানের পর একাধিকবারের মতো রেঞ্জে ও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন ওসি মো. শাহ্ কামাল আকন্দ। এর আগেও তিনি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনে সুনাম অর্জন করায় একাধিকবার রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। তাছাড়াও ওসি  মো. শাহ্ কামাল আকন্দ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুলিশ পদক পিপিএম দুবার ও একাধিকবার জেলায় ও  রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে ওসি মো. শাহ্ কামাল আকন্দ বলেন, পুরষ্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং জনসাধারণকে সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহীত করে। এ পুরষ্কার ভালুকা মডেল থানার সব সহকর্মীদের অবদান। আমার এ পুরষ্কার আমি ভালুকাবাসীকে উৎসর্গ করছি। 

টিএইচ