শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
The Daily Post

ময়মনসিংহে বৃক্ষমেলা উদ্বোধন করেন মসিক মেয়র টিটু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বৃক্ষমেলা উদ্বোধন করেন মসিক মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শুক্রবার (২৬ মে) মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু। এ মেলার ২৫ টি স্টলে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, পুষ্পজাতীয় এবং অর্নামেন্টাল বা সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা পাওয়া যাচ্ছে।  

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত চলমান থাকবে। উদ্বোধনকালে মেয়র বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষ রোপণে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সাথে পরিচিত করার লক্ষ্যে প্রতিবছরই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষমেলার আয়োজন করা হয়। 

এছাড়া, এ আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারাও উৎসাহিত হয়, যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।

উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও সেলিনা আক্তার, নার্সারি মালিক সমিতির নেতা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ