শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

ময়মনসিংহে ভাতিজাদের আঘাতে আহত নাসিরের মৃত্যু

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ময়মনসিংহে ভাতিজাদের আঘাতে আহত নাসিরের মৃত্যু

পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহ সদর উপজেলার ৬ নম্বর চরঈশ্বদিয়া ইউনিয়নের চর বড়বিলা গ্রামে ভাতিজাদের মারপিটে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছে গরু ব্যবসায়ী নাসির উদ্দিন (৫০)। এই খবরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আহত নাসির উদ্দিন।  

বৃহস্পতিবার (১৭ এপিল) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) দুপুরে জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মৃত কছিম সওদাগরের ছেলে নাসির উদ্দিনকে মারপিট করে আহত করে তারই ভাতিজা জুয়েল, ইমন, সুজনসহ তাদের লোকজন। এতে নাসির অসুস্থ হয়ে শ্বাসকষ্ট শুরু হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভার্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তিনি মারা যান।

ওসি আরও জানান, মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছিল। তবে আহত নাসির মারা যাবার পর ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তর করতে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টিএইচ