সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ময়মনসিংহে হানাদারমুক্ত দিবস পালিত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে হানাদারমুক্ত দিবস পালিত

ময়মনসিংহ হানাদারমুক্ত দিবস পালিত হয়। রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহ শহরের ঐতিহাসিক ছোট বাজার মুক্তমঞ্চে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। 

বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিত উর রহমান শান্ত। 

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। মুক্তদিবসে বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। বক্তারা বলেন, আসুন হিংসা ও ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশগঠনে আত্মনিয়োগ করি।

 ১৯৭১ সালের ৭ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা হালুয়াঘাট দখলদার বাহিনীর হাত থেকে মুক্ত করেন। ৮ ডিসেম্বর ফুলপুর ও ভালুকা, ফুলবাড়ীয়া, গৌরীপুর উপজেলা এবং ১০ ডিসেম্বর মুক্তাগাছা উপজেলাকে মুক্ত করেন। প্রতিবছর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহে ঐতিহাসিক ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপন করে আসছে। বিজয়ের মাস ডিসেম্বর। 

৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এ মাসেই জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও রক্তের বিনিময়ে স্বপ্নের স্বাধীনতা অর্জিত হয়।

টিএইচ