সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ময়মনসিংহ জেলা পুলিশ শ্রেষ্ঠ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পুলিশ শ্রেষ্ঠ

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ সভা এবং আগস্ট মাসের সার্বিক কর্ম-মূল্যায়নের পুরস্কার প্রদান অনুষ্ঠান রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম। 

সভায় আরও উপস্থিত ছিলেন মো. সাজ্জাদুর রহমান বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস)সহ রেঞ্জ ও আওতাধীন সব জেলার পুলিশ সুপার ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টরা। 

আগস্ট মাসের সার্বিক আইনশৃঙ্খলা, গ্রহণ যোগ্যতা ও বিভিন্ন অভিযানিক সাফল্যের অভিন্ন মানদণ্ড অনুযায়ী বিবিধ মাপকাঠিতে সর্বোচ্চ নম্বর পেয়ে রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা’ মনোনীত হয়েছে যৌথভাবে ময়মনসিংহ জেলা ও শেরপুর জেলা। উল্লিখিত এই দুই জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূ.া, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ এবং মোনালিসা বেগম পিপিএম-সেবা, পুলিশ সুপার, শেরপুর শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন। 

তবে এবারে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে শেরপুর জেলা ময়মনসিংহ জেলার সাথে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। যোগ্যতা অভিন্ন মানদণ্ড অনুযায়ী রেঞ্জের অন্য শ্রেষ্ঠত্বের পুরস্কারসমূহ ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের অনুকূলে ছিল। 

রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল মো. শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ময়মনসিংহ, শ্রেষ্ঠ থানা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ পিপিএম, শ্রেষ্ঠ এসআই কোতোয়ালি মডেল থানার এসআই (নি.) নিরুপম নাগ, শ্রেষ্ঠ বিট অফিসার ত্রিশাল থানার এসআই (নি.) আনিছুর রহমান শ্রেষ্ঠত্বের সম্মাননা পুরস্কার লাভ করেন। 

এ ছাড়াও অপরাধ ট্রাইব্যুনাল-১, মিস কেস নং-১/১৯ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (যুদ্ধাপরাধী) আসামি গ্রেপ্তারের জন্য সভাপতি কর্তৃক বিশেষ পুরস্তার লাভ করেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। 

অপরাধ সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা, অপরাধ দমন ও জনসেবামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি সভাপতি পুরস্কারপ্রাপ্ত সবাইকে অভিনন্দন এবং ভবিষ্যতেও তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

রেঞ্জ ডিআইজি কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

টিএইচ