মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ময়মনসিংহ-ঢাকা রুটে দুটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ-ঢাকা রুটে দুটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

দেশের একমাত্র বিভাগীয় সদর ময়মনসিংহ হতে রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন নেই। বিভিন্ন গন্তব্যের ট্রেনের বগি ও কয়েকটি সিটের ওপর ভরসা করেই চলছে হচ্ছে বিভাগীয় সদরের ট্রেনযাত্রীদের। ফলে অধিকাংশ প্রত্যাশী ট্রেনযাত্রী ট্রেনে ভ্রমণ থেকে বঞ্চিত হচ্ছেন। 

তাই এলাকার জনদাবির পরিপ্রেক্ষিতে সকাল ও সন্ধ্যায় ময়মনসিংহ এবং ঢাকা থেকে একজোড়া আন্তঃনগর ট্রেন অবিলম্বে চালুর দাবিসহ অন্যান্য দাবিতে রোববার বিকালে বিশাল মানববন্ধন করেছেন ময়মনসিংহের সর্বস্তরের নাগরিক। 

নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে রোববার  বিকালে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ডাবল ও ডুয়েলগেজ রেললাইন স্থাপন, যানজটের অন্যতম প্রধান কারণ ময়মনসিংহের মধ্য শহর দিয়ে বয়ে যাওয়া রেললাইনটি সরিয়ে উড়াল রেলপথ অথবা শহর থেকে স্থানান্তর করতে হবে, তিন হাজার শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, পরিকল্পিতভাবে ও টেকসই উপায়ে ব্রহ্মপুত্র নদ খনন করতে হবে, বিভাগীয় সদর দপ্তরের কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে, বাসাবাড়িতে তিতাস গ্যাসের আবাসিক সংযোগ চালু করা ও মধ্য শহরে অবস্থিত ত্রিশাল বাসস্ট্যান্ডটি সরাতে হবে। 

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নাগরিক আন্দোলনের প্রচার সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।

টিএইচ