সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ময়মনসিংহ পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে গত বৃহস্পতিবার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

পুলিশ নারী কল্যাণ সমিতি, ময়মনসিংহের  সভানেত্রী ডা. রেবেকা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুরাইয়া সুলুানা, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি, ময়মনসিংহ, বিশেষ অতিথি ছিলেন তানিয়া মোস্তফা, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি, ময়মনসিংহের সম্মানিত সদস্যরা। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালুি করছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণের এ মহতি উদ্যোগ গ্রহণ করেছে। 

শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে এ উদ্যোগ অসহায়দের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ। জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ থেকে আমরা এই উদ্যোগের সর্বাত্মক মঙ্গল কামনা করছি।

টিএইচ