বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

যমুনায় ইলিশ ধরায় ১৫ জেলের কারাদণ্ড 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

যমুনায় ইলিশ ধরায় ১৫ জেলের কারাদণ্ড 

সিরাজগঞ্জের যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন করার দায়ে ১৫ জেলেকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের এ কারাদণ্ড দেয়া হয়। 

গত মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এ কারাদণ্ড প্রদান করেন। বুধবার (২৫ অক্টোবর) চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, উপজেলার আওতাধীন যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। 

পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় হস্তান্তর করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে তাদের এ কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় চৌহালী উপজেলা মৎস্য শামীম রেজা, থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ