বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

যমুনায় পানি বৃদ্ধি বন্যা আতঙ্কে নদীপাড়ের মানুষ 

বেড়া (পাবনা) প্রতিনিধি

যমুনায় পানি বৃদ্ধি বন্যা আতঙ্কে নদীপাড়ের মানুষ 

গত কয়েকদিন ধরে অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়া উপজেলার যমুনা ও হুরা সাগরের পানি আবারো বাড়তে শুরু করেছে। এদিকে নদীতে পানি বৃদ্ধি  অন্যদিকে অতিবর্ষণের কারণে উপজেলার নদী তীরবর্তী বাসিন্দারা বন্যা আতঙ্কে রয়েছে। 

লোকজন জানান, অতিবর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাট-বাজারে লোক সমাগম কমে যাওয়ায় খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপদে। হাট-বাজারগুলোতে মালামাল আমদানি-রপ্তানি কমে যাওয়ায় শ্রমিক শ্রেণির মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। 

অপরদিকে অতিবৃষ্টির কারণে চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় সবজি ফসল বৃষ্টিতে বিনষ্ট হয়ে যাওয়ায় হাট-বাজারে সব ধরণের সবজির দামও বেড়ে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

টিএইচ