সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

যমুনা সারকারখানা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

যমুনা সারকারখানা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  

দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তারাকান্দি যমুনা সার কারখানায় গ্যাসসংযোগ দিয়ে পুনরায় সার উৎপাদনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) যমুনা সার কারখানা প্রধান গেটে জাতীয়তাবাদী শ্রমিকদল সরিষাবাড়ী উপজেলা শাখা ও যমুনা সার কারখানা আঞ্চলিক শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

কর্মসূচিকে সর্মথন জানিয়ে বিএনপি সরিষাবাড়ী উপজেলা শাখার  অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর প্রধান সড়কে  এ মানববন্ধন সমাবেশ করে।
 
বক্তব্য রাখেন-জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি চান মিয়া চানু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক ও জেএফসিএল শ্রমিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিগত আ.লীগের নেতারা লুটপাট করে কারখানা ধ্বংস করে দিয়েছে। এখন যমুনা সার কারখানা ও আগামী বোর মৌসুমে কৃষকের সার সংকট থেকে বাঁচাতে এ সার কারখানায় গ্যাস সরবরাহ জরুরি হয়ে পড়েছে। চলতি বছরের গত ১৫ জানুয়ারি গ্যাস সংকটের অজুহাতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

দীর্ঘ প্রায় আট মাস কারখানায় সার উৎপাদন বন্ধ থাকায় মূল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনতিবিলম্বে যমুনায় গ্যাস সংযোগ প্রদান না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা।

টিএইচ