শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

যশোরের ২১ মামলার আসামি কিশোর গ্যাং প্রধান আটক 

বেনাপোল প্রতিনিধি

যশোরের ২১ মামলার আসামি কিশোর গ্যাং প্রধান আটক 

যশোরের শীর্ষ সন্ত্রাসী ২১ মামলার আসামি কিশোর গ্যাং প্রধান পিচ্চি রাজাকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। গত সোমবার রাতে যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম দাদাখালি থেকে আটক করা হয়। আটক পিচ্চি রাজা শহরের রেলগেট কলাবাগানপাড়ার মুজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে। 

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটারগান, ৪ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, একটি টিপ চাকু, একটি সাধারণ চাকু এবং একটি দা উদ্ধার করা হয়েছে। 

র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, গত ৮ মার্চ যশোর শহরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রমজান হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর র্যাব আসামি আটকের তৎপর হয়। পিচ্চি রাজা ছিল এ হত্যাকাণ্ডের প্রধান আসামি। 

র্যাব সদস্যরা এ পর্যন্ত পটকে শাওন, ইবাদুল, ট্যাটু সুমন, তুহিনসহ পিচ্চি রাজাকে আটক করেছে। এরা রমজাস হত্যার দায় স্বীকার করেছে। 

তিনি জানিয়েছেন, চারজনের কাছ থেকে তথ্য পেয়ে গত সোমবার রাতে সন্ত্রাসী পিচ্চি রাজাকে শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম দাদখালী এলাকা থেকে আটক করা হয়।
 
 মেজর সাবিক হোসেন জানিয়েছেন, আটক রাজাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেখানো মতে শহরের চোরমারা দিঘিরপাড় এলাকা থেকে ওই আগ্নেয়ান্ত্র গুলি উদ্ধার করা হয়। মূলত রাজা রেলগেট পশ্চিমপাড়াসহ আশেপাশের এলাকায় শীর্ষ কিশোর গ্যাং প্রধান। 

পিচ্চি রাজার বিরুদ্ধে যশোর কোতওয়ালী থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা করেছে র্যাব। 

টিএইচ