আঞ্চলিক গবেষণা সমপ্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শেষ হয়েছে। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যশোরের আয়োজনে ২ দিনব্যাপী এই কর্মশালা বুধবার (২৪ মে) শেষ হয়েছে।
সমাপনী দিনে কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার কৃষি বিভাগের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, কৃষকসহ ৭০ জন অংশগ্রহণ করে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যশোরে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদ।
দুই দিনব্যাপী এই কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক (পরিকল্পনা ও মুল্যায়ন) কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু হোসেন, কৃষি অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ, খুলনা আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, যশোর বিএডিসির যুগ্ম পরিচালক কৃষিবিদ একেএম কামরুজ্জামান প্রমুখ।
কর্মশালা থেকে কৃষি খাতে উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য বিষয় তুলে ধরা হয়। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
টিএইচ