মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

যশোরে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চারা রোপণের উদ্বোধন করেন ডিসি 

যশোর প্রতিনিধি

যশোরে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চারা রোপণের উদ্বোধন করেন ডিসি 

যশোরে ২০২৪-২৫ অর্থবছরে বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো (উফশী) ধানের সমলয় চাষাবাদে চারা রোপণের উদ্বোধন ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শালিয়াট মাঠ-পাড়ায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর ইউএনও শারমিন আক্তার।

যশোর সদর উপজেলার কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। এ সময় প্রধান অতিথি বলেন, ২০১০ সালে এ প্রকল্প চালু হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রে মাধ্যমে ধান চাষে কৃষকের পাশাপাশি সরকারও লাভবান হচ্ছে। 

খরচ কম সে কারণে এ প্রযুক্তি ব্যবহারে কৃষিশ্রমিকের সংকট নিরসন এবং ব্যয়ভার নিয়ন্ত্রণ করাও সম্ভব। তুলনামূলক ফলনও বেশি এ পদ্ধতির চাষাবাদে ১০ থেকে ১৫ দিন আগেই কাটার উপযোগী হয়ে থাকে এ ধান। তিনি আরও বলেন, দেশে দিনে দিনে শিক্ষিত বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

এজন্য শিক্ষিত যুবক ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে মাধ্যমে চাষাবাদ করতে পারে। এতে কৃষি আধুনিক হবে এবং বেকারত্ব কমবে। বিশেষ অতিথি থেকে বক্তব্য  দেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত অপরিচালক (শস্য) সমরেন বিশ্বাস, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সদর উপজেলার কৃষি অফিসার মো. হাসান আলী, কৃষি প্রকৌশলী মো. সুজাউল হক। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষকদের পক্ষে শালিয়াট গ্রামের মো. জাবের হোসেন, উপসহকারী কৃষি অফিসার আবু ছায়াদ মো. আরিফ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন কৃষি সমপ্রসারণ অফিসার মো. হুমায়ন কবির প্রমুখ।

টিএইচ