বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

যশোরে কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে প্রশিক্ষণ 

যশোর প্রতিনিধি

যশোরে কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে প্রশিক্ষণ 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে ‘কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক, যন্ত্রচালক ও মেকানিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ যশোর সদরের আব্দুলপুরে শুরু হয়েছে। 

উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাউসার উদ্দিন আহমেদ। 

প্রধান অতিথি ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্কমর্তা, এফএমপিই বিভাগ ও প্রকল্প পরিচালক, এফএমডিপি, বারি, (গাজীপুর ) ড. মো. নূরুল আমিন।

প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ, বারি, গাজীপুর) শাম্মী আক্তার। আরো উপস্থিত ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

অনুষ্ঠানে যশোরের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২০ জন কৃষি যন্ত্রচালক ও মেকানিক হাতে-কলমে দিনব্যাপী বারি বীজবপন যন্ত্র, বারি শস্য কর্তন যন্ত্র, বারি ভুট্টা মাড়াই যন্ত্র, বারি শস্য মাড়াই যন্ত্র, বারি ঝাড়াই যন্ত্র, বারি আলু রোপণ যন্ত্র, বারি আলু উত্তোলন যন্ত্র চালানো ও মেরামতের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক বলেন, কৃষির উন্নয়নের জন্য যান্ত্রিকীকরণের গুরুত্ব অপরিসীম। এজন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ৫৩ ধরনের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে। এ বিষয়ে সরকার নিবিড় কর্মসূচি হাতে নিয়েছে। ভর্তুকির মাধ্যমে অত্র জেলায় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ অব্যাহত রয়েছে ।

বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক ও মেকানিক তৈরি করার কার্যক্রম চলমান আছে। সারা দেশের দশটি জেলার ২০টি উপজেলায় এফএমডিপি প্রকল্পের কার্যক্রম চলছে।

টিএইচ