বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

যশোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি

যশোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

যশোরে এক গৃহবধূকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে ভাসুরের বিরুদ্ধে। গত মঙ্গলবার ওই গৃহবধূকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগীর অভিযোগ, যশোর সদর উপজেলার ডহের পাড়া গ্রামে গত শুক্রবার দিনগত রাতে নিজ ঘরে ভাসুর কর্তৃক ধর্ষণের শিকার হন গৃহবধূ। এ সময় তার চিৎকারে পরিবারের অন্য লোকজন ছুটে আসলে বিষয়টি জানাজানি হয়। 

পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। ভুক্তভোগীসহ অন্যরা এই ঘটনার বিচার চান। এ বিষয়ে তিনি মঙ্গলবার আদালতে মামলার আবেদন করলে আদালত তদন্তপূর্বক মামলা গ্রহণের পদক্ষেপ নেয়ার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। এবং ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, ধর্ষণের অভিযোগে এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। মেডিকেল বোর্ড গঠন করে ভুক্তভোগের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। 

টিএইচ